রাজারহাটে সরকারী রাস্তার গাছ চুরি করে কর্তন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৮ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটের ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের ফতেখাঁ মৌজায় সরকারী রাস্তার মূল্যবান বৃক্ষ চুরি করে বিক্রির অভিয়োগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, উক্ত মৌজার সরকারী রাস্তার ধারের দু’টি মূল্যবান মেহগনি গাছ চুরি করে কর্তন করেন ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার নৈশ্য প্রহরী আঞ্জুরুল ইসলাম। পরে মঙ্গলবার তিনি এক গাছ ব্যবসায়ীর নিকট উচ্চ মূল্যে গাছ দু’টি বিক্রি করেন।
এলাকাবাসী ও অভিযোগকারীরা জানান, গাছ দু’টি সরকারী রাস্তার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেননি।এবিষয়ে আঞ্জুরুল ইসলাম জানান, গাছ দু’টি আমার জমিতে পরেছে, তাই কেটেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন বলেন, সরকারী রাস্তার গাছ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।