পাঁচবিবিতে ১০ টাকার চালসহ আটক-১, জরিমানা ৫০ হাজার

জয়পুরহাট জেলা প্রতিনিধি, আল জাবির, ০৮ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকা কেজির ১০ বস্তা চালসহ হামিদুল ইসলাম (৪৫) নামের এক চাল ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার। আটক হামিদুল ইসলাম উপজেলার পশ্চিম শালাইপুর গ্রামের মৃত আকামুদ্দিনের ছেলে।

আজ বুধবার দুপুরে জয়পুরহাট জেলার একটি সরকারী গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। জানা যায়, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের কারনে কর্মহীন মানুষের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ঘোষনা দেন।

এরই প্রেক্ষিতে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে বিক্রি হলে স্থানীয় চাল ব্যবসায়ী হামিদুল ইসলাম কার্ডধারীদের নিকট থেকে চাল গুলো কিনে নিয়ে পশ্চিম শালাইপুর গ্রামের নিজ বাড়ীতে মজুদ করে রাখে। খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হাতে নাতে আটক করে।

পরে সন্ধ্যা ৭টায় নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ কৃষি বিপনন আইন ১৯/১ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *