রাজারহাটে বিলীন হওয়া রাস্তাটি পুনঃ উদ্ধার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৭ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে ঘড়িয়াল ডাঙ্গা পূর্ব দেবত্তর সিরাজি এতিম খানা সংলগ্ন বিলীন হওয়া রাস্তাটি পুনঃউদ্ধার করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।
আজ বুধবার বিকেলে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী এক ঝটিকা সফরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে আসেন। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পূর্ব দেবত্তর সিরাজি এতিমখানা সংলগ্ন একটি রাস্তা বিলীন হয়ে যায়। স্থানীয় জমির মালিকগন রাস্তাটি কেটে নিতে নিতে দখল করে ফেলে। এতিমখানার বাচ্ছাদের নির্বেঘ্নে চলাফেরা করার জন্য সরকারী আমিন দিয়ে সার্ভেয় করেন। যাতে বিলীন হওয়া রাস্তাটি উক্ত এতিমখানার বাচ্ছারা ব্যবহার করতে পারেন।
এরপর সিরাজি এতিমখানার এতিমদের সাথে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী রাতের খাবার খান। এসময় চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ও বর্তমান আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুকুনুজ্জামান রোকন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।