রাজারহাটে প্রভাবশালীদের দখলে বিলের ইজারা, মৎস্যজীবিদের মানব বন্ধন
*উপজেলা প্রশাসনের মৎস্য পোনা অবমুক্ত করন*
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩০ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নে প্রভাবশালী ও অমৎস্যজীবিদের নামে দেয়া কোটেশ্বর বিলের ইজারা বাতিলের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবি ও এলাকাবাসী। তবে মানব বন্ধন চলাকালীন সময় ইজারা গ্রহিতাদের বিলের দখল ও মৎস্য পোনা অবমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
মৎস্যজীবি ও এলাাকাবাসী জানান, কোটেশ্বর বিলের পূর্বের ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বিলটি করোনা মহামারির কারনে যথাসময়ে ইজারা প্রদান করা হয়নি। এরমধ্যে মৎস্যজীবিরা একাধিকবার উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করলেও ইজারা সংক্রান্ত কোন তথ্য পাননি বলে জানান।
পরে ওই ইউনিয়নের দূরবর্তী পশ্চিম দেবত্তর মৎস্য উন্নয়ন সমবায় সমিতির নামে প্রভাবশালী ও অমৎস্যজীবি কতিপয় ব্যক্তি গোপনে যোগাযোগ করে বিলের ইজারা গ্রহন করে। মঙ্গলবার দুপুরে বিলের দখল বুঝিয়ে দিতে ও মৎস্য পোনা অবমুক্ত করনের জন্য রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম এবং রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় প্রকৃত মৎসজীবিদের পক্ষে স্থানীয় ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন দাবী করেন“ প্রধানমন্ত্রীর ঘোষনা জাল যার বিল তার অথচ প্রধানমন্ত্রীর ঘোষনা উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল তাদের নামে বিলের ইজারা হাতিয়ে নিয়েছে। তিনি ওই ইজারা বাতিলের দাবী জানান”।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, ফতেখাঁ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম, মৎস্যজীবি রোস্তম আলী, শরৎ চন্দ্র, দিলিপ চন্দ্র প্রমূখ।