রাজারহাটে জাতির পিতার শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৭ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার ১৭ই মার্চ সকাল ১০ঃ০০ ঘটিকায় উপজেলা চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী সহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান,বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এবং শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।