রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা সেতুবন্ধন ব্রিজটি আজ বিধ্বস্ত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২২ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজার হতে লালমনির হাট জেলার বড়বাড়ী বাজারে যাতায়াতের প্রধান সংযোগ সড়কটির মাঝখানে ভীমশর্মা বাজারের পাশ্ববর্তী একটি সেতু প্রায় দুইবছর যাবত বিকল হয়ে আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি দুই জেলার দুইটি ইউনিয়ন কুড়িগ্রাম জেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ও লাল মনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নের প্রায় ৪০০০/৫০০০ লোক প্রতিদিন যাতায়াত করেন। ব্রিজ টি দুই বছর যাবত ভঙ্গুর অবস্থায় থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। কিছুদিন আগে রাস্তাটি পাকাকরনের কাজ করা হলেও মেরামত করা হয়নি এই ব্রিজটি।
স্থানীয় জন সাধারনের চলাচলের সুবিধার জন্য কিছুদিন আগে বাশের চরাট দিয়ে সংস্কার করেন স্থানীয় কিছু যুবক। সেতুর উপরে বাশের চরাট আর এই বাশের চরাটের উপর দিয়ে চলাচল করতে গিয়ে মটর সাইকেল আরোহী, অটোরিকশা, ভ্যান সহ ছোটখাটো যানবাহন গুলো দূর্ঘটনার কবলে পড়ছে প্রতিনিয়ত।