রাজারহাটে করোনা সন্দেহে যুবকের নমূনা পরীক্ষাগারে
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৪ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শনিবার রাজারহাটে করোনা পরীক্ষার জন্য এক যুবকের নমূনা রংপুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের চাকিরপশার তালুক গ্রামের নুর ইসলামের পুত্র মোস্তাফিজার (২২) নারায়নগঞ্জে একটি ওষুধ কোম্পানীতে কর্মরত ছিলেন। এক সপ্তাহ পূর্বে তিনি শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসেন।
বুধবার সন্ধ্যার দিকে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ সন্দেহ জনক উক্ত যুবকের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর রহমান সরদার সহ মেডিকেল টিম ঘটনাস্থলে যান। উক্ত যুবক বর্তমানে সুস্থ্য থাকলেও সন্দেহ মুক্ত হওয়ার জন্য শনিবার তার নমূনা রংপুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহিনুর রহমান সরদার সত্যতা স্বীকার করে জানান, শনিবার কুড়িগ্রামের সিভিল সার্জনের মাধ্যমে রংপুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমূনা প্রেরন করা হয়েছে।