রাজারহাটে এক মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাট থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ০১.৩০ ঘটিকায় রাজারহাট সদর ইউনিয়নের অন্তর্গত দেবীচরণ মৌজাস্থ জনৈক আব্দুল মতিনের বাড়ির দক্ষিণ পাশে আব্দুল মালেক পিতা- মৃত জালাল উদ্দিন এর সুপারির বাগান থেকে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৩০) কে ৫০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করেন রাজারহাট থানা পুলিশ। এই মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার।
স্থানীয় সুত্রে জানা যায়, আশরাফুল ইসলাম ঐ এলাকার একটি মাদক চক্রের গ্রুপের সদস্য সে দীর্ঘদিন থেকে ঐ মাদক চক্রের গ্রুপের সাথে যোগসাজশে মাদক বেচাকেনা করে আসছে। মাদকদ্রব্য আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানান রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার।