রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘রুবি ভিলা’ নামের বাড়িতে অভিযানঃ ৩ জঙ্গি নিহত
ঢাকা, ১২ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): রাজধানীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় ‘রুবি ভিলা’ নামের বাড়িতে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়। অভিযানে দু’জন র্যাব সদস্য আহত হন, একজনের শরীরে গ্রেনেডের স্প্রিন্টার বিদ্ধ হয়, দু’জনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। র্যাব সদর দফতর তথ্যে নিশ্চিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব জানতে পারে জঙ্গিরা রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছে। পরে পশ্চিম নাখালপাড়ায় ১৩/১ ‘রুবি ভিলা’ নামের ছয় তলা ভবনের পঞ্চম তলায় অভিযান শুরু করে র্যাব-৩ এর সদস্যরা । এসময় জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছোঁড়ে, গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবিনিময়ের পর ভোর রাতে ওই ভবনের পঞ্চম তলায় সন্দেহভাজন তিন জঙ্গির মৃতদেহ দেখতে পায় র্যাব।
ঐ জঙ্গি আস্তানায় একাধিক সুইসাইডাল ভেস্ট, পিস্তল, বিস্ফোরক, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও কিছু বাল্ব পাওয়া যায়, এর আগে রুবি ভিলার বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়। সেখানে ছবিসহ দুই জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) পাওয়া গেছে, যেখানে জাহিদ ও সজিব নামে দুই জনের নাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ দু’টি এনআইডি কার্ডই ভুয়া, তারা(জঙ্গি সদস্য) এই পরিচয়পত্র দিয়েই বাসা ভাড়া নিয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে র্যাব।