রংপুরে ৯ জন পুলিশ সদস্যসহ একদিনে ৩১ জন করোনায় আক্রান্ত
রংপুর জেলা প্রতিনিধি, এ জি মুন্না, ০৮ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রংপুর মেডিকেল কলেজে ল্যাবে ১৮৮ জনের নমুনা পরিক্ষায় শুক্রবার (৮ মে) পুলিশ, নার্স, ব্যাংক কর্মকর্তাসহ রংপুরে একদিনে ৩১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ৯ পুলিশ সদস্য, মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) তিন পুলিশ সদস্য, রংপুরের বাসিন্দা সৈয়দপুর ইসলামী ব্যাংকের তিন কর্মকর্তা, কাউনিয়া উপজেলার হারাগাছের এক যুবতী, নগরীর দেওয়ানবাড়ি এলাকার এক পুরুষ, রবার্টসনগঞ্জ এলাকার এক পুরুষ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নার্স, এক টেকনোলজিস্ট, ধাপ লালকুঠি এলাকার এক নারী, মিঠাপুকুর উপজেলার এক পুরুষ, খটখটিয়া এলাকার এক বৃদ্ধা ও এক শিশু কন্যা, নগরীর আরকে রোড এলাকার এক যুবক, সেনপাড়া এলাকার এক যুবক, শালবন এলাকার এক বৃদ্ধা, দুই নারী, এক যুবক ও এক শিশু।
আজ শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এ ৩১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২১ জনে। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।