রংপুরে স্বাস্থ্য পরিক্ষা করে কৃষি- শ্রমিক পাঠানো হচ্ছে কুমিল্লায়
রংপুর প্রতিনিধি, এ জি মুন্না, ২১ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্বাস্থ্য পরিক্ষা করে রংপুর থেকে কৃষি- শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে হাওর ও দক্ষিণের জেলাগুলোতে। রোববার (১৯ এপ্রিল) রংপুরের গংগাচড়া উপজেলা থেকে ৮০ জন ক্ষেতমজুরকে নিয়ে দুটি বাস যায় কুমিল্লা চৌদ্দগ্রামে।
এর আগে স্বাস্হ্য পরিক্ষা করা হয় সবার। টানা লকডাউনে কর্মহীন হয়ে পরা শ্রমজীবী মানুষগুলো ধান কাটতে দেশের আরেক প্রান্তে যেতে পেরে আনন্দিত। শ্রমিকরা বলেন ওখানে যার জমি তার সাথে যোগাযোগ হচ্ছে ১৫ /২০ কাজ করে এসে আমরা আবারো ঘরে থাকবো।
হাওর ও দক্ষিণ এলাকায় একটু আগে ধান পাকে বলে বরাবরই রংপুরের জেলাগুলো থেকে শ্রমিকরা দক্ষিণ অনচলে যায়। এবার লকডাউনে শ্রমিক সংকট দেখা দিলে প্রধান মন্ত্রী উত্তরের জেলাগুলো থেকে শ্রমিক পাঠানোর নির্দেশ দেন। চাহিদা অনুযায়ী শ্রমিক পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাংবাদিক ও শ্রমিকদের জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।