রংপুরে শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০% মওকুফ
রংপুর প্রতিনিধি, এ জি মুন্না, ১৮ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : করোনাকালে রংপুরের মেসে বসবাসকারী শিক্ষার্থীদের ৪০% ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে রংপুরের সকল মেস মালিক সমিতির প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অন্যান্য সব (বিদ্যুৎ বিল, নেট বিল) আগের মতোই প্রতিটি বোর্ডার বহন করবে। এটি এপ্রিল থেকে যতদিন পর্যন্ত করোনার এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ। শিক্ষার্থীদের কাছে অনুরোধ যাতে মেস মালিকদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং এই পারস্পরিক সম্পর্ক যেন সব সময় বজায় থাকে এই প্রত্যাশা করি।