মালালাকে নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এ সংস্থার হয়ে তিনি বিশ্বনেতাদের কাছে প্রতিটি শিশু, বিশেষ করে কন্যাশিশুকে পড়াশোনার সুযোগ করে দেয়ার আহ্বান জানান। এ প্রত্যয় নিয়েই এখন তিনি অবস্থান করছেন জাতিসংঘে। সেখানে একই সংস্থার আরেক দূত ও নোবেলবিজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা।
সাক্ষাতের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিচে লিখেছেন, ‘তোমাকে নিয়ে চাইলে আমি একটি উপন্যাস লিখে ফেলতে পারি। তুমি কতটা চটপটে, অসাধারণ, অনুপ্রেরণাদায়ী আর মজার, সেই বর্ণনাও দিতে পারি।
খুব সংক্ষেপে বলছি, তুমি এক অনস্বীকার্য শক্তি। বিশ্ববাসী এ কথা জানে। যে ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যেতে চায়, তুমি তাদের জন্য রোল মডেল।’
এছাড়া মালালাকে নিজের অনুপ্রেরণা হিসেবেও দেখেন বলে লিখেছেন প্রিয়াঙ্কা।