মাদারীপুর টাইমস্কেলসহ সুযোগ-সুবিধা বহাল রাখার দাবি
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ২৪ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : টাইমস্কেল অন্যান্য সুযোগ সুবিধা বহালের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন বরেন। রবিবার সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে মানববন্ধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমতির মাদারীপুর জেলা শাখা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবী উপস্থাপন করেন, বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক ( চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, বেসরকারী চাকুরীর ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা বহাল রাখা। ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে জেষ্ঠ্যতা, পদোন্নতির সুযোগ দেওয়া প্রয়োজন।
ম্যানজিং কমিটি কর্তৃক প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকগনকে সরকারীভাবে গেজেটভূক্ত করা প্রয়োজন। এরপর উক্ত বিষয়ে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি মাদারীপুর জেলা শাখার আহবায়ক মোঃ গোলাম ফারুক এবং যুগ্ম আহবায়ক পরিমল কুমার বাড়ৈ সহ বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দ।