রাজারহাটে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ৭০টি বাড়ি হস্তান্তর 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৩ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় রাজারহাট অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে রাজারহাট উপজেলা প্রশাসন সংযুক্ত হন। দেশের অন্যান্য উপজেলার ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও  কনফারেন্সিংয়ের মাধ্যমে তালিকাভুক্ত গৃহহীন পরিবারের কাছে এসব বাড়ির চাবি হস্তান্তর করেন। রাজারহাট উপজেলায় ৭০টি গৃহহীন পরিবার কে আধাপাকা বাড়ীর চাবি ও প্রয়োজনীয় কাগজ পত্র বুঝিয়ে দিয়েছন, রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম।

রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা কর্মকতা ভূমি মোছাঃ আকলিমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার, ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আখতারুজ্জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *