মাদারীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট
মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ২৭ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আজ ২৭ জানুয়ারী ২০২০ থেকে মাদারীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০১৯-২০২০’র মাদারীপুর জেলা রাউন্ডের খেলা। জেলার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ। সোমবার সকালে আসরের উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র আয়োজনে ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০ জানুয়ারী দেশের ৬৪ জেলায় শুরু হওয়া দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড়ক্রিকেট উৎসব বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০, পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেড। মাদারীপুরে ৮টি স্কুলসহ সারা দেশের ৫৫৬টি স্কুলের প্রায় ১১ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে স্কুল ক্রিকেটের এ জাতীয় আসরে।
৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের ৭০ ভেন্যুতে হবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০’র ৯৬০ ম্যাচ। গত ৪ বছর ধরে জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছেন প্রাইম ব্যাংক লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কবির, ক্রিকেটে কমিটির সাধারণ সম্পাদক জামিল হোসেন মনির, ক্রিকেট সংস্থার সদস্য শহীদুজ্জামান সুরুজ প্রমুখ। আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।