মাদারীপুরে শিক্ষানবিসদের আইনজীবী হিসেবে তালিকা ভুক্তির দাবিতে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ৩০ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালে অনুষ্ঠিত প্রিলিমিনারী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা নবিসদের আইনজীবী হিসেবে তালিকা ভুক্তির দাবিতে মঙ্গলবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় প্রিলিমিনারী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিসরা বলেন, ২০১৩ সালের পর ২০১৫ সাল, এরপর ২০১৭ সালের পর একটানা ৩ বছর কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যার ফলে আমরা গত ৩ বছর ধরে এ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় জীবনের অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি।
অনেক দিন পরে ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এরপর তিন মাসের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে তা অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোন নিশ্চয়তা নেই। ২০১৭ এবং ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় মোট ১২ হাজার ৮শ৭৮ জন উত্তীর্ণ হয়েছি। মানবিক দৃষ্টিকোন থেকে এখন আমাদের এ্যাডভোকেট হিসেবে তালিকা ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় মাদারীপুর জেলার আহবায়ক আনোয়ার হোসেন কালু শরীফ, সদস্য সচিব সমির হালদার, সদস্য মো. তালিম হোসেন, সাদ্দাম হোসেন, সত্যেন ঢালী, ইমন ঢালী, প্রিন্স, মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।