মাদারীপুরে চলছে শান্তিপূর্ণভাবে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ২৫ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরে চলছে শান্তিপূর্ণভাবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন। ২৫ জানুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ৬টি কক্ষে ২৪টি বুথের মাধ্যমে মাদারীপুর আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটাররা স্বত:স্ফ‚র্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এতে ১৯টি পদে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩৮৯৩। নির্বাচনে ১ জন প্রিজাইডিং অফিসার, ২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৪৮ জন পোলিং অফিসার ও ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। এসব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেন মাতুব্বর।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম জানান, নির্বাচনে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে আমরা কাজ করছি। এদিকে, কয়েকজন ভোটার ও প্রার্থী আমাদেরকে জানান, সকালে ভোট গ্রহণে কিছু সামান্য ত্রুটি থাকলেও এখন সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিচ্ছেন।