ভোলার দৌলতখানে ১৮ জেলের জরিমানা,জাল ও ট্রলার জব্দ
ভোলা প্রতিনিধি, কামরুজ্জামান শাহীন, ৪ মার্চ, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ভোলার দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। রোববার(৪মার্চ) ভোর রাতে থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনার কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৯ হাজার মিলি অবৈধ জাল ও ৩০ কেজি জাটকা ইলিশসহ ৩টি ট্রলার জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন মোহামমদ জিল্লুর রহমান (রিগেন) বলেন, আটককৃত ১৮ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা ইলিশগুলো এতিম খানায় বিতরণ করা হয়েছে।