ভালো কাজের মূল্যায়ন অবশ্যই হবে
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০১ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরা জেলা জজ আদালতের ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আবু সুফিয়ান ও জনাব মোঃ মতিয়ার রহমানের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয় বলেন যেখানেই থাকুন না কেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের উচিৎ সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা”।
তিনি আরো বলেন, “আপনি যেখানেই থাকেন না কেন আপনার ভালো কাজের মূল্যায়ন অবশ্যই হবে, ভালো কাজের মাধ্যমেই আপনি বিকশিত হবেন।” বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হুমায়ূন কবীর মহোদয় বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তাদের ভাবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকার জনাব মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং জেলা জজ আদালতের জাজ ইন চার্জ জনাব মোঃ ফারুক ইকবাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ইন চার্জ ইয়াসমিন নাহার, যুগ্ম জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার হারাধন কুমার রায় চৌধুরী, অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আনোয়ারুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ কামরুজ্জামান প্রমুখ।