ভাতা না দেয়ায়– চৌদ্দগ্রামের আলকরা ইউপি কার্যালয়ে তালা দিলেন এক মেম্বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ৩০ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৪নং আলকরা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়েছে ৬নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে তিনি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তালা লাগিয়ে দেন। এরআগে জাল স্বাক্ষর করে দুই মেম্বারের ভাতা আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান হেলাল স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শুক্রবার বিকেলে সরেজমিন গিয়ে মেম্বার নাছির উদ্দিন ও স্থানীয়দের কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল নির্বাচিত মেম্বারদের ভাতা পরিশোধ করছে না। এনিয়ে বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটায় আলকরা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিনের সাথে চেয়ারম্যান হেলালের বাকবিতন্ডার ঘটনা ঘটে। কোন সমাধান না পেয়ে মেম্বার নাছির উদ্দিন চেয়ারম্যানের কক্ষ ও ইউনিয়ন পরিষদের মূল গেইটে তালা লাগিয়ে দেন।

ইউপি মেম্বার আরও জানান, বিদেশে থাকা সাবেক দুই মেম্বারের স্বাক্ষর জাল করে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৭ জুলাই ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরমধ্যে ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেলোয়ারের ২১ মাস ও ৭নং ওয়ার্ডের নাজিম উদ্দিনের ১৮ মাসের ভাতা আত্মসাৎ করেন তিনি।

এ ব্যাপারে শুক্রবার বিকেলে আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘আমি বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটায় অফিসের যাবতীয় কার্যক্রম শেষে বাসায় আসার পরে ইউপি মেম্বার নাছির উদ্দিন আবার আরেকটি তালা মেরে দেয়। তবে কি জন্য মেম্বার নাছির উদ্দিন তালা দিয়ে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *