বেগমগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নোয়াখালী প্রতিনিধি, নাসির উদ্দিন বাদল, ০১ সেপ্টেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর বেগমগঞ্জে ৪২তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে চৌমুহনীতে জননেতা নুরুল হক অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মাহফুজুল হক আবেদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদুল আমিন ফয়সল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান দিপু, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ অনেকে।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু অনলাইলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।