বুয়েট এ্যালামনাই, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩০ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বুয়েট এ্যালামনাই এর সৌজন্যে শনিবার বিকাল ৩ঃ৩০ ঘটিকায় উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বন্যা ও ভাঙ্গন কবলিত এলাকার মধ্যে গতিয়াসাম, বগুড়াপাড়া, পাড়ামৌলা, মন্দির, তৈ য়বখাঁ, রতি, চতুরা ও রামহরি মৌজার দুইশত পঞ্চাশ টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ।
ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭০ সেঃমিঃ উপরে প্রবাহিত হতে থাকলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অসংখ্য মানুষ পানি বন্দী-ভাঙ্গনের শিকার হয়ে পড়ে। তাদের খোঁজ খবর নিয়ে বুয়েট এ্যালামনাই সৌজন্যে শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। WRE, BUCK ট্রাষ্ঠি বুয়েট এ্যালামনাই অধ্যাপক মোস্তফা আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।