বিদ্যুৎ তৈরি হবে পেঁয়াজের খোসা থেকে
আবিষ্কার (বিদেশ), ১৭ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : পেঁয়াজের খোসা থেকে তৈরি হবে বিদ্যুৎ, আইআইটি খড়্গপুরের একদল গবেষক। পেঁয়াজের খোসা থেকে বিশেষ ন্যানো জেনারেটর তৈরি করেন গবেষকরা। তা থেকে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যাচ্ছে। একটি ন্যানোতে জ্বলছে এলইডি বাল্ব, তাতে চাপ দিলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। একটি ন্যানো জেনারেটর থেকে বিশটি এলইডি বাল্ব জ্বালানো যাবে। এরকম ছ’টি জেনারেটরের সাহায্যে ১২০ ভোল্ট বিদ্যুৎ তৈরি করা যাবে।