বঙ্গ-বন্ধু, বাংলাদেশ, মুক্তিযোদ্ধা একই সুতায় গাঁথা-মুজিবুল হক এমপি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা দেশের ন্যায় গত সোমবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলার আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক, এমপি। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুজিবুল হক বলেই বঙ্গ-বন্ধু, বাংলাদেশ, মুক্তিযোদ্ধা একটি আরটির সাথে অঙ্গা-অঙ্গীভাবে জড়িত।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী। চৌদ্দগ্রাম উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক, প্রমোদ রঞ্জন চক্রবর্তী আবুল হাশেম, সামছুল হক এম.এস.সি, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক মজুমদারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দ্দার।
উক্ত সভা চৌদ্দগ্রাম উপজেলার আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের মাঝে চার শত টাকা প্রাইজ বন্ড বিতরণ করেন। এর পূর্বে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান দিবসের মাধ্যমে শুভ সূচনা করেন। পরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান এর নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, চৌদ্দগ্রাম থানা প্রশাসনের পক্ষে থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মাহফুজ এর নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানা তদন্ত শুভ রঞ্জন চাকমা, থানা অপারেশন ত্রিনাথ সাহা। সকাল ৮.৩০ চৌদ্দগ্রাম এইচ.জে.সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-বিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গালর্স গাইড এবং শিশু-কিশোর সংগঠন এর অংশগ্রহণের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরর্চ্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মাহফুজ।
এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। এর পূর্বে রাত ১২.০১ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁঞা হাসানের নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এই সময় চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।