বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাসব্যাপী কর্মসূচি গ্রহণ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৬ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ কে সামনে নিয়ে মাসব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতীয় শোক দিবস পালনের পাশাপাশি, সারা মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা হাতে নিয়েছে জেলা প্রশাসন সাতক্ষীরা।
এ সকল আয়োজন অনলাইনে জুম এর পাশাপাশি, ফেসবুক লাইভ এবং লোকাল কেবল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২০, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে, সকাল ১১ টায় রয়েছে শোক দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠান, বিকাল ৩ টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার বিশেষ রাউন্ড অনুষ্ঠিত হবে, বিকাল ৩.৩০ এ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, রাত ৯ টায় রয়েছে আবৃত্তি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান: বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
এছাড়া সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত আয়োজন করা হবে। জাতীয় শোক দিবসের আয়োজনে পাশাপাশি সারা মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন সাতক্ষীরা।
জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ আগস্ট রয়েছে অসমাপ্ত আত্মজীবনীর উপর পাঠ ও আলোচনা, ৭ আগস্ট রয়েছে আলোচনা অনুষ্ঠান- তারুণ্যের ভাবনা বঙ্গবন্ধু ও বাংলাদেশ, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা, ১০ আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ কে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান-বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
১১ আগস্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে বিশেষ আলোচনা অনুষ্ঠান যেখানে আলোচক হিসেবে থাকবেন সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। ১২ আগস্ট রয়েছে আবৃত্তি অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সারা মাস ব্যাপী সাংস্কৃতিক আয়োজন চলমান থাকবে। আয়োজনে যুক্ত থাকতে সংযুক্ত থাকুন জেলা প্রশাসক সাতক্ষীরার ফেসবুক পেইজে।