বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না-সাবেক রেলপথ মন্ত্রী
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৪ মার্চ ২০২০ ইং, (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আগামী ১৭ মার্চ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে মুজিব শত জন্মবার্ষিকী পালন করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক এমপি সুশৃঙ্খলভাবে মুজিব বর্ষ পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহাম্মেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামলীলীগের সদস্য কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারেক, সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শিহাব উদ্দিন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জহির উদ্দিন পিন্টু, উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম রতন, ফজলুল হক মেম্বার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা রায়হান। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।