বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন রাজমিস্ত্রি নিহত
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ০৩ জুন, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দিনমজুরির কাজ করে সংসার চালাতেন তিন রাজমিস্ত্রি। শনিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকার মমিন ফিলিং স্টেশনের ৫০ গজ দাক্ষিনে মহাসড়কে।
জানা গেছে, সকাল ৭টার দিকে মহাসড়কের ধার দিয়ে ছয়জন রাজমিস্ত্রি কাজের সন্ধানে ছোনকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে বেপরোয়া গতির ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-৪০০৮) তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়ার মৃত সাবান আলীর ছেলে মহসিন আলী (৫২), একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে সাদেক আলী (৫৫) ও মৃত ইমান আলীর ছেলে শাহ মাহমুদ (৩৫)।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটকের পর মামলা দায়ের করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।