বগুড়ায় সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকারঃ গ্রেফতার ১
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১৯ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বগুড়ায় টিভি ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক রবিউল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রবিবার সকালে হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হামলায় অভিযুক্ত আসাদুল ইসলাম সাবু পুলিশি হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। টিভি ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশনর পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিটিসিএ মনে করে, পেশাগত কাজে এমন হামলা কাজের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করে এবং পেশার মানক্ষুন্ন করেছে। কাজেই, পেশাগত কাজে হামলা হলে হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। বিটিসিএ নেতৃবৃন্দ অবিলম্বে রবিউল ইসলামের ওপর হামলার ঘটনার আইনী বিচার দাবি করেন। ঘটনার পর বগুড়ার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ শহরে কর্মরত সংবাদকর্মীরা এবং জেলা পুলিশ রবিউলের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বগুড়ায় বাস ডাকাতি, পাসপোর্ট হারালো ভারতীয় নাগরিক: বগুড়ার শেরপুরে বুড়িমারী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ভারতীয় এক নাগরিকের পাসপোর্টসহ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার গভীর রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাস চালক সেলিম মিয়া ও সুপারভাইজার রেজার বরাত দিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান আলী জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১২৮২) ৩০ জন যাত্রী নিয়ে রওনা হয়। পথিমধ্যে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। তখন প্রায় রাত ২টা। এরপর শুরু হয় ডাকাতি। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সবকিছু লুটে নেয় তারা। পরে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় নেমে যায় ওই ডাকাত দল। বাসযাত্রীদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ছিলেন। ডাকাতরা তার পাসপোর্ট ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া না গেলেও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি খান এরফান আলী।