ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনের মানবিক কর্যক্রম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২৭ আগস্ট, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুরের ফরিদগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে একঝাঁক উদ্যমী ও মেধাবী তরুণদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (২৬ আগস্ট) হতে ৩দিন ব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন এতিমখানার অসহায় শিক্ষার্থীদের কোরআন শরীফ, প্রয়োজনীয় পোশাকসহ, পাগড়ী, শিক্ষা উপকরণ প্রদান, অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ও হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মহিন হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুষ্ঠানের উদ্ধোধন করেন। বক্তব্য রাখেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খাঁন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক মো. নুর নবী আজাদ, অভিজ্ঞ চক্ষু চিকিৎসক এসকে বাইজিদ হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সজীব হোসেন, সাধারণ সম্পাদক শামীম শাকিল, চাঁদপুর জেলা প্রধান মো. জাহিদ হাসান, সহকারি প্রধান জিহাদ হাসান, প্রচার সম্পাদক শামসুল ইসলাম রনি, চাঁদপুরজেলা শাখার সদস্য জুবায়ের মুন, মো. জাফর হোসেন, মো. আরিফুর রহমান, রুমানা রহমান, জান্নাত আক্তার, ঢাকা জেলার সদস্য মালিহা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাদিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম শাকিল স্বাগত বক্তব্যে জানায়, বাংলাদেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কোরআন শরিফ, বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা, ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরছ বহন, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে। বক্তব্যে তারা এলাকা ও দেশের ধন্যাঢ্য ব্যক্তিদের সহযোগিতা সুধি সমাজের সুপরামর্শ কামনা করেন।