ফরিদগঞ্জে যুবলীগ নেতার মৃত্যু, বিভিন্ন মহলে শোক
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ১৭ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে নেমে মো. সোহাগ (৩০) নামের এক যুবকেরর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উপজেলার ১১ নং চর দুঃখিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের পশ্চিম এখলাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের রুহুল আমিনের বড় ছেলে। সোহাগ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নের সিনিয়র যুগ্ন আহব্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দা তুহিন ও সোহাগের পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ জুমার নামাজের প্রস্তুতি নিতে নিজ বাড়ীর পুকুরে গোসল করতে যায়। দীর্ঘসময় পুকুর থেকে না আসার কারনে তার বাবা খোঁজ করতে গিয়ে দেখে সোহাগ পানিতে ভেসে আছে।
এ সময় তার বাবা, চাচা ও বাড়ীর অন্যান্যরা মিলে তাকে উদ্ধার করে উপজেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে সোহাগ হার্টস্ট্রোক জনিত কারনে মৃত্যু বরণ করেছে। ওই দিন বাদ এশা সোহাগের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সোহাগের মৃত্যুতে স্থানীয় এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান ও দলের বিভিন্ন নেতা কর্মীরা শোক জানান।