ফরিদগঞ্জে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে অগ্নীসংযোগ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২৬ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ৫ম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ আলম শেখের বসতঘরে অগ্নিসংযোগ করে দূবৃত্তরা। দাবী বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের।
শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার ৯নং গোবিন্দপুর(উঃ) ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের শেখ বাড়ীতে প্রার্থীর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
স্থানীয়রা এবং প্রার্থী শাহ আলম শেখ জানায়, রাতে অগ্নীকান্ডের ঘটনার টের পেয়ে বাড়ীর বাসিন্দা ও প্রতিবেশীদের সহযোগিতায় দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানায়, ৫ম দফার নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ইস্কান্দার আলীর বড় ছেলে শাহ আলম শেখ ইউনিয়নবাসী ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় হলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।
ভুক্তভোগী শাহ আলম শেখ জানান, নির্বাচনী সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে চশমা প্রতীক পেয়ে প্রচার-প্রচারণা শুরুর করার পর তার প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন চশমা প্রতীকের ব্যানার ফেস্টুন নষ্ট করা সহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি ধমকি দিয়ে আসছেন অনবরত। তারই জের ধরে এই অগ্নীকান্ডের সূত্রপাত বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, আমার বাবা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করছেন, দলীয় সভাপতির দায়িত্ব পালন করে দলের দুর্দিনে দল ও কর্মীদের সংমংগঠিত করে রেখেছিলেন। চেয়ারম্যান প্রার্থী হলে মুক্তিযোদ্ধা সন্তানদের বসতঘর পুড়িয়ে দেওয়ার যে হীন চেষ্টা এবং কর্মকান্ড চালাচ্ছে তা অত্তন্ত লজ্জাজনক ও অমানবিক। সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন তিনি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি তদন্ত করে ভুক্তভোগীকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
আরও খবরঃ-
**ফরিদগঞ্জে আওয়ামীলীগের দলীয় পরিচয় হারালো ২২ জন**
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২৬ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যেয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২২জন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈদ দুলাল পাটওয়ারী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
দল থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন, বালিথুবা পুর্ব ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সুবিদপুর পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পুর্ব ইউনিয়ন আওয়ামাীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান,উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজনু বেপারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অহিদুর রহমান, সদস্য শাহ আলম শেখ, হাসান আব্দুল হাই, নুরুন্নবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, সহসভাপতি এমরান হোসেন ভুঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তোফায়েল আহম্মেদ, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নুরে আলম পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ কাদের খোকন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সাবেক সদস্য জহিরুল ইসলাম এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী।