ফরিদগঞ্জে ধানকাটা নিয়ে বিবাদ, আহত-২
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ১৯ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ফরিদগঞ্জে ক্ষেত থেকে ধান কাটা নিয়ে কথাকাটি, বিবাদ একপর্যায়ে মারামারি। মারামারির ঘটনায় দুই জন আহত, উপজেলার উত্তর চরবড়ালি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত রফিকুল ইসলাম (৪০) নামে একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানাসূত্রে ও প্রতিশেীদের সাথে কথা বলে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলামের সাথে পার্শ্ববর্তী বাড়ির মনির হোসেনদের সাথে ধান কাটার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনির হোসেনসহ লোকজন রফিকুল ইসলামের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
রফিকুলের ভাই রাকিবুল বলে আমার ভাই এর পায়ের রগ কেটে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। তাকে বাঁচাতে এসে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন (৫০) নামেও একজন আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করে জাহাঙ্গীর হোসেনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়, মারাত্মক জকম হওয়ায় রফিকুল ইসলামকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। রাকিবুল ইসলাম আরো জানান, বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার এস আই জালাল জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।