প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে- মুজিবুল হক এমপি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ এপ্রিল ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে মঙ্গলবার (২৫ শে এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে ৯ম- ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহ গননা ব্যবহারিত ট্যাবলেট কম্পিউটার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবুল হক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেনগুপ্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিসংখ্যান অফিসার জান্নাতুল বাকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া, কৃষি অফিসার জোবায়ের আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাটেনারী সার্জন ডাঃ এমদাদুল হক, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ভিপি ফারুক হোসেন মিয়াজী, এডভোকেট আবদুল মান্নান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আবু তাহের, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ওয়ালী উল্লাহ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি চৌদ্দগ্রাম উপজেলা ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেনির ৩৩৬ জন ছাত্র/ছাত্রীর মাঝে প্রধানমন্ত্রী দেওয়া ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন।