নোয়াখালী মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০১ মে, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ‘ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা শহর মাইজদী ও বাণিজ্যিক শহর চৌমুহনীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, মাইজদী বণিক সমিতির সহ সভাপতি মো. ইলিয়াস, পরিবহন শ্রমিক আব্দুল মান্নান বাবলু, নারী শ্রমিক প্রতিনিধি রাশেদা আক্তার, বিআরটিসি শ্রমিক প্রতিনিধি আবুল হোসেন।
বক্তাগণ মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক মালিক পারস্পারিক সম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।