নোয়াখালী প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই ব্যক্তিকে কারাদন্ড
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই মাদক সেবিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের ১শত টাকা করে অর্থদন্ড করা হয়।
দন্ড প্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. রোমন ওরফে বাদশা (৩৫) ও নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো.হোরন ওরফে হেঞ্জু (৩৩)। রোববার ৪ ফেব্রুয়ারি দুপুরের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বায়োজিদ বিন আখন্দ এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার মধ্য করিমপুর ও আয়ুবপুর গ্রামের নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় দুই মাদক সেবিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আটক করে। পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের একজনকে ১০ দিন আরেক জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে এবং একই সাথে তাদের ১০০ টাকা করে অর্থদন্ড করা হয়।