নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ২২ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ১১ টায় উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি রফিক উল্লার নতুন বাড়িতে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ডলি আক্তার রিতা (১৯) একই বাড়ির সাইফুল ইসলামের স্ত্রী।
জানা যায়, ৬ মাস পূর্বে উপজেলার আমকি গ্রামের রফিক উল্লার ছেলে সাইফুল ইসলাম পার্শ্ববর্তী চাটখিল উপজেলার তালতলা জমাদার বাড়ির দিদার হোসেনের মেয়ে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শনিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটখিল সার্কেল সাইফুল আলম।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।