চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষনগণনা উদ্ভোধন

চৗদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১০ জানুয়ারি ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা দেশের ন্যায় গতকাল শুক্রবার (১০ই জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) ২০২০ উদযাপন উপলক্ষ্যে ক্ষনগণনা উদ্ভোধন করেন। উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম এ বাহার।

উপজেলা উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিনে সঞ্চালনায় এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা মমিনুর রহমান ফটিক, আক্তার হোসেন পাটোয়ারী, মীর হোসেন মিরুসহ সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী সুমন তালুকদারসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। চৌদ্দগ্রাম উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র/ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী কাউন্ট-ডাউন ঘড়ি উদ্ভোধন।

চৌদ্দগ্রামে উপজেলা চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ)-২০২০ ক্ষন গণনা উদ্ভোধন সভা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা। চৌদ্দগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ)-২০২০ ক্ষন গণনা কাউন্ট-ডাউন ঘড়ি উদ্ভোধন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *