‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব যক্ষা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি, জাহিদুর রহমান তারিক, ২৫ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটাব জেলা শাখার সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামালুজ্জামান, ব্রাক প্রতিনিধি শামীম হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নারায়ন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় বক্তারা, যক্ষা নির্মূলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।