নীলফামারী পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি, মোঃ সাইখুল ইসলাম সাগর, ১৯ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শিল্প ও বাণিজ্য প্রধান নীলফামারী সৈয়দপুর শহরে করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের উদ্যােগে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কাউটস ক্লাবের সদস্যসহ শহরের সাধারন মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা খান বাবু, সাধারণ সম্পাদক এসকে কাইয়ুম, পূবালী স্কাউটস ক্লাবের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আলো, রাশেদুল ইসলাম জাস্টিস ও সদস্য রাইসুল আরেফিন রিজভী প্রমূখ।
বক্তারা বলেন, সৈয়দপুর একটি ঘনবসতিপূর্ণ উপজেলা শহর। এ শহরে সরকারি-বেসরকারি শিল্প কারখানাসহ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ কর্মরত। ফলে এ উপজেলার বিপুল জন গোষ্ঠীসহ স্থানীয় অর্থনীতি সচল রাখতে সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান।
মানববন্ধন শেষে, পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব নেতৃবৃন্দ পিসিআর ল্যাব স্থাপনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের হাতে হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *