নীলফামারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন : মুক্তিযোদ্ধা মন্ত্রী
নীলফামারী প্রতিনিধি, শাইখুল ইসলাম সাগর, ০৫ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মঙ্গলবার (০৫ অক্টোবর/২১) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধূরীর সভাপতিত্বে শহরের কালিতলা বাসটার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির উদ্বোধন করেন তিনি। এরপর একই অনুষ্ঠানে থেকে ভার্চুয়ালী সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাফিজুর রশিদ মঞ্জুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ নুর উদ্দীন আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নীলফামারী জেলার বীর মুক্তিযোদ্ধাগণের স্মৃতিকথা নিয়ে রণাঙ্গনের বীর বাঙ্গালী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
উল্লেখ্যঃ তিনতলা বিশিষ্ট ভবনটি ১ কোটি ৮৪লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ২০১৭-২০১৮ অর্থবছরে শুরু হওয়া পাঁচতলা ফাউন্ডেশনের এই ভবনটি ২০১৯ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হয়।