নীলফামারীতে জাতীয় যুব দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি, মোঃ শাইখুল ইসলাম সাগর, ০২ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী (যুগ্ম-সচিব)।
এতে ডিপিএফ’র সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিপিএফ’র সদস্য ও মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ইমু।
এছাড়া উপস্থিত ছিলেন ব্র্রিটিশ কাউন্সিলের রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম, ডিস্ট্রিক্ট ফেসিলেটর মোঃ সহিদুল ইসলাম, গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) এর নির্বাহী পরিচালক রবিউল হাসান রতন সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও যুবকেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আত্মকর্মসংস্থান ও দক্ষতা অর্জনের ফলে যুব উন্নয়নের প্রশিক্ষণ মাধ্যমের বাংলাদেশের যুবকরা প্রতি নিয়ত উন্নয়নের ভূমিকা রাখছেন। যুব সমাজ হচ্ছে বাংলাদেশের সম্পদ এ সম্পদ দিয়ে উন্নত সমৃদ্ধি গড়ে তোলা সম্ভব। যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্স এর মাধ্যমে নারী উদ্যোক্তারা আরো এগিয়ে যাওয়া সম্ভবনা রয়েছে। বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন ও দেশের দক্ষতা অর্জনের বৃদ্ধি লক্ষে নারীরা পারেন দেশ ও জাতির কল্যাণ সম অংশিদার হতে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কান্ডারি হবে দেশের যুবসমাজ।