নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবীতে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তাদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ২২ অক্টোবর  ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবীতে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মকর্তারা মানব বন্ধন করেছে। গত রবিবার দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে কতিপয় অকৃত কার্য শিক্ষার্থী কর্তৃক শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করা এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের শারীরিক ভাবে লাঞ্চিত করা, আসবাবপত্র ভাংচুর করার প্রতিবাদে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের আবেদন জানিয়ে সোমবার দুপুর ১২ টা ১৫ মিনিটে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় মানব বন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মোঃ শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব একাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মোঃ গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম এনালিস্ট সুব্রত মিশ্র, প্রোগ্রামার মোঃ হুমায়ুন কবীর, সহকারি প্রোগ্রামার সুমন রায়, সহকারি প্রোগ্রামার প্রিয়ঞ্জিত সরকার, ডাটা এণ্ট্রি কন্ট্রোল সুপার ভাইজার মো: আরিফ হোসেন, নিরাপত্তা অফিসার কেয়া রায়, কর্মচারী সমিতির সভাপতি মো: সিরাজুল ইসলাম, মো: সহিদুল হক হেলালীসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *