নাসিমের মৃত্যুতে রাজারহাট উপজেলা চেয়ারম্যানের শোক প্রকাশ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৩ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের মন্ত্রী, ক্যাপ্টেন মুনসুর আলীর সন্তান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সকাল ১১:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রাজনৈতিক ঐতিহ্যের দীর্ঘ পথযাত্রায়, তুমি ছিলে ইতিহাসের জীবন্ত সাক্ষী–আমাদের কাছে।
তোমার সাহসী নেতৃত্ব-স্নেহাশিস সান্যিধ্য আমাদের রাজপথে সাহসী করেছে শানিত করেছে সবসময়। আজ তুমি চিরনিদ্রায় শায়িত আমরা গভীরভাবে ব্যাথিত শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন। রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী।
রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, সাবেক সভাপতি রংপুর মহানগর ছাত্রলীগের ও বর্তমান রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।