নরসিংদীর শিবপুরের প্রতারক ধর্ষণকারি আমির হোসেন রিমান্ড শেষে, জেল হাজতে প্রেরণ
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৩ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী শিবপুর উপজেলার শাণখোলা গ্রামের প্রতারক, ধর্ষণকারি আমির হোসেন(৩৫), ১ দিনের রিমান্ড শেষে ২২ জানুয়ারী নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।জানা যায়, শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের মেয়ে তানজিনা (২০) তিন মাস আগে বেড়াতে আসে একই উপজেলার শানখোলা এলাকার তার খালু রহিম মিয়ার বাড়ীতে, পাশের বাড়ীর বাচ্চূর মিয়া প্রবাসী ছেলে আমীর হোসেন (৩৪) রহিম মিয়ার বাড়ীতে গিয়ে তানজিনাকে রুমে একা পেয়ে দড়জার খিল আটকিয়ে জোরপুর্বক ধর্ষন করে, এভাবে ভয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আরো কয়েকবার ধর্ষন করে। বিষয়টি তানজিনা তার অবিভাবক কে জানালে তারা সহ মেম্বার চেয়ারম্যান সাথে নিয়ে মিমাংসার চেষ্টা করলে আমির তানজিনাকে বিয়ে করবে বলে ওয়াদা করে। পরে করছি, করব বলে কালক্ষেপন করতে থাকে। বিয়ে না করে আমির বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, উপায়ান্তর না পেয়ে তানজিনা গত ২রা জানুয়ারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ২০০০ এর সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং ১০। গত ২০ জানুয়ারী আমির হোসেন বাড়ীতে আসলে গোপন খবরের ভিত্তিতে শিবপুর থানা পুলিশ তাকে বাড়ী থেকে আটক করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, আমির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষণ কারী আমির হোসেনকে শিবপুর মডেল থানায় ১ দিনের রিমান্ডে পাঠায় আদালত। নির্যাতিতা তানজিনা জানান জোরপুর্বক ভাবে আমির তাকে নষ্ট করেছে। শিবপুর মডেল থানার দায়িত্বে তানজিনার ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। ডাক্তারী পরীক্ষা মতে তানজিনা ২ মাস ৮ দিনের গর্ভবতী। তানজিনা তার উপযুক্ত বিচার দাবী করেছেন। এ ব্যাপারে তানজিনার চাচা মুকুল মিয়া জানান মিমাংশার জন্য অনেক দেন দরবার করেও কোন কাজ না হওয়ায় আমরা মামলা করতে বাধ্য হয়েছি।