নরসিংদীর মাধবদীতে বজ্রপাতে দিনমজুর নিহত
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০৪ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী জেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক দিনমজুর নিহত। নরসিংদীর মাধবদী থানাধীন কাঠাঁলিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে স্থানীয় এক কৃষকের ধান কাটার সময় বজ্রপাতে মাহবুবুর রহমান (২৮) নামে এক দিনমজুর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ মে) দুপুর পৌনে একটার দিকে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত দিনমজুর সুনামগঞ্জের ধর্মপাষা থানার বড়িহাটি গ্রামের মৃত: আব্দুল বারেক এর ছেলে।
মাধবদীতে মৈষাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে নিহত মাহবুবুর রহমানের লাশ নিহতের সহকর্মী দিন মজুর জোবায়ের সাংবাদিকদের জানান, একই মাঠে একটু অধুরে ধান কাটার সময় বিকট বজ্রপাতের ঘটনা ঘটে, বজ্রপাতের সাথে সাথে মাহবুবুর রহমান মারা যায়। এসময় তার নাক ও কান দিয়ে রক্তপাত হতে দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, প্রতি বছরই এ অঞ্চলে ধান কাটতে আসে একদল দিন মজুর। আজ আমাদের বাড়ীর ধান কাটতে মাঠে ছিল একটি দল। এসময় দুপুর পৌনে ১টায় দিকে মাহবুবুর রহমান বজ্রপাতে মারাযায়। তার লাশ এলাকার নিজ খরচে গ্রামের বাড়ীতে পাঠিয়েছে গণ্যমান্য ব্যক্তিরা।
মাধবদী থানার উপ-পরিদর্শক উত্তম দাস বলেন, বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহতর লাশ দেখার জন্য মৈষাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসুখ জনতা ভিড় করছে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্থানীদের অনুরোধে নিহতর লাশ ময়নাতন্ত ছাড়াই এলাকায় পাঠানো হয়।