নরসিংদীর মাধবদীতে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২১ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে আমির হোসেন (৪৫) নামে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সোমবার রাত ৮ টায় মাধবদী থানা পুলিশের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়। নরসিংদী জেলায় এই প্রথম একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
মৃতের পারিবারিক সূত্র জানায়, আক্রান্ত ব্যাক্তি আমির হোসেন (৪৫) পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত হানিফ প্রধান পুত্র। আমির হোসেন এর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৭ এপ্রিল তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সরাসরি ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি হন। গত শনিবার (১৮এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করলে রবিবার (১৯ এপ্রিল) তার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে। সন্ধায় আমির হোসেন এর লাশ নিজ গ্রামে এলে মাধবদী থানা পুলিশেরে সহযোগীতায় দাফন করা হয়। মাধবদী থানার ওসি তদন্ত সাফায়েত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।