নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম , ১৭ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শিশু গড়বে নতুন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদী জেলা মনোহরদী উপজেলায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস । কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার (১৭ মার্চ) সকাল ৮টায় মনোহরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শহিদ উল্লাহ`র সভাপাতিত্বে সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মনোহরদী উপজেলা আ”লীগ এর আয়োজনে একটি বর্ণাাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আ”লীগ`র সাধারন সম্পাদক বাবু প্রিয়াসীষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুদ্দিন ভূইয়া, মানুর ইসলাম নাঈম সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা ছাত্রলীগ প্রমূখ।এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী সহ প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এদিকে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী জেলা বেলাব উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্রেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এতে অংশ গ্রহন করেন, বেলাব সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংষ্কৃতিক সংগঠন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগের নেত্রীবিন্দু, অফিসার ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আলোচনা সভা শেষে জাতির শান্তি, শিশুদের অগ্রগতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাকফেরাত কামনা করে দোয়া করেন।