নরসিংদীর ঘোড়াশাল সার কারখানার আবাসিক কলোনীর ছাদ থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ৭ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীতে ঘোড়াশাল সার কারখানার আবাসিক কলোনী ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ফারহানা মেহজাবীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ৫ জানুয়ারী শুক্রবার গভীর রাতে ঘোড়াশাল সার কারখানার আবাসিক কলোনীতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রী পাবনার লক্ষীপুর এলাকার মৃত আব্দুল হান্নান মিয়ার মেয়ে। ফারহানা মেহজাবীন ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, নিহতের মা হোসনেআরা বেগম ঘোড়াশাল সার কারখানায় চাকুরী করেন। এরই প্রেক্ষিতে ২ মেয়েকে নিয়ে সার কারখানার আবাসিক ভবনে বসবাস করে আসছিল। ঘটনার দিন গভীর রাতে নিহতের মা তার ২ মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত প্রায় ২ টায় ছোট মেয়ে মেহজাবীন ঘুম থেকে উঠে বাস ভবনের ছাদে চলে যায়। এরপর সে আকস্মিকভাবে ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে আত্মহত্যা করে। পরবর্তীতে আবাসিক এলাকার নিরাপত্তা কর্মীরা ভবনের পাশে কলেজ ছাত্রী মেহজাবীনের মৃত লাশ পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করলে তার মা ও বোনসহ ভবনের অন্যান্য ফ্লাটের লোকজন বেরিয়ে ঘটনাস্থলে আসে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কলেজ ছাত্রী মেহজাবীন একজন মানুষিক রোগী ছিলেন। তার পরিবার পক্ষ থেকে মানুষিক রোগের চিকিৎসা পত্র দেখানো হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।