নরসিংদীর আকাশে-বাতাসে আমের মুকুলের গন্ধ
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী জেলা বিভিন্ন উপজেলার এলাকার আম গাছে গুটি গুটি মুকুল ধরেছে। মিষ্টি এক গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে বাতাসে। জানিয়ে দিচ্ছে, সামনেই আমের মৌসুম। বসন্তের ফুলের সাথে পাল্লা দিয়ে বাতাসে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই ছয় ঋতুর দেশ বাংলাদেশ। পাতা ঝড়া ষড়ঋতুর রাজা বসন্ত ঋতু। আবহমান বাংলার সৌন্দর্যের রাজা বলে পরিচিত এই বসন্তকাল। ফাল্গুন-চৈত্র মাসে বসন্তের শুষ্ক আবহাওয়ায় যতদূর চোখ যায় শুধুই সবুজের সমাহার। দেখে মন জুড়িয়ে যায়। আর এরই সাথে ছড়িয়ে পড়েছে জেলার মনোহরদী,পলাশ,রায়পুরা,বেলাব,শি
উপজেলার চাষযোগ্য জমির আইল, বসতভিটায়, বিভিন্ন অফিস-আদালত চত্বরে, সরকারি-বেসরকারি পরিত্যক্ত ভূমি ছাড়াও এ অঞ্চলের অনেকেই বাণিজ্যিকভাবে ছোট-বড় আম বাগান গড়ে তুলেছেন। গত মৌসুমের তুলনায় এবার প্রাকৃতিক আবহাওয়ার ভারসাম্য ঠিক থাকায় সিংহভাগ আম গাছে প্রত্যাশিত মুকুল এসেছে।
প্রাকৃতিক আবহাওয়ার কোন দুর্যোগ না ঘটলে এবার আমের বাম্পার ফলন হবে বলে কৃষি সচেতনদের অভিমত।এখনো তেমন আমের মুকুল বিনষ্টের মত প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। গাছে গাছে মুকুলের অধিক সমাহারে সবার মাঝেই বিরাজ করছে এখন আনন্দ।
গত বছরের তুলনায় এ বছর বেশি আমগাছে এসেছে আমের মুকুল। গ্রামে গ্রামে রয়েছে আমের ছোট-বড় প্রচুর আম গাছ। মুকুল আসার পূর্বে আম গাছ মালিকরা তাদের আমের গাছের যত্ন নেয়ার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকেন।